dailynobobarta logo
ঢাকাশনিবার , ৩ ফেব্রুয়ারি ২০২৪
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

সততা ও পরিশ্রমই সফলতার চাবিকাঠি : নিশাত মজুমদার

কিশোর কুমার দত্ত, লক্ষ্মীপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ৩, ২০২৪ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি :
বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার বলেছেন, সততা ও পরিশ্রমই সফতার চাবিকাঠি। জীবনে চলার পথে অনেক বাঁধা আসবে। হতাশা আসবে, আসবে বহু ঘাত-প্রতিঘাত। কিন্তু সেগুলোর কাছে কখনোই মাথা নত করা যাবে না। মনে রাখবা, এগুলোর মধ্যে লুকিয়ে আছে তোমাদের মঙ্গল ও সফলতা। শনিবার দুপুরে লক্ষ্মীপুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে যুগপূর্তি ও পূনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এভারেস্টের চূড়ায় উঠা সহজ ছিল না উল্লেখ করে তিনি বলেন, সেদিন এভারেস্টে যখন উঠছি, তখন একটি দুর্ঘটনা ঘটে। উপর থেকে বিশাল একখণ্ড বরফ হটাৎ ভেঙে পড়ে। ওই ঘটনায় অনেকের মতো আমিও আহত হয়েছি। ওইদিন হতাশ না হয়ে আমি দৃঢ় মনোবল নিয়ে পৌঁছে গিয়েছি এভারেস্টের চূড়ায়। কিন্তু রক্তাক্ত আহত হওয়ায় যদি আমি ওইদিন বাড়ি ফিরে আসতাম। তাহলে আজ হয়তো তোমাদের সামনে আসতে পারতাম না।

নারী এভারেস্ট জয়ী নিশাদ মজুমদার বলেন, কোন মানুষ কখনো সটকাটে বড় হতে পারে না। বড় হতে হলে, প্রথমে পরিকল্পনা করতে হয়। এরপর সততার সঙ্গে পরিশ্রম করে যেতে হবে। তবেই সাফল্য আসবে। মনে রাখবা, সহজভাবে অথবা ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা অর্জন করা যায় না।
প্রিন্সিপাল কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর কাজী মো: নুরুল ইসলাম ফারুকীর সভাপত্বিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। বিশেষ অতিথি ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল মজুমদার, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুল বাকী, বিইউবিটির উপ-উপাচার্য ড. মো. আলী নুর, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, ভবানীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাহদাত হোসেন রিয়াজ, জনতা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: নুরুল আমিন, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, জহিরুল গ্রুপের সিইও লায়ন জহিরুল ইসলাম, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, পৌরসভার মেয়র রুবেল হোসেন ভাট, প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভূইয়া প্রমুখ।

 

 

কিশোর কুমার দত্ত, লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি | Website | + posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social Media Auto Publish Powered By : XYZScripts.com