dailynobobarta logo
ঢাকাবুধবার , ৪ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

বকশীগঞ্জে এক সঙ্গে তিন কন্যা শিশুর জন্ম

রাজন্য রুহানি, জামালপুর প্রতিনিধি
অক্টোবর ৪, ২০২৩ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের বকশীগঞ্জে একসঙ্গে তিনজন কন্যা সন্তানের মা হয়েছেন তাসলিমা বেগম (২৪) নামে এক গৃহবধূ। বুধবার (৪ অক্টোবর) সকাল ১০টায় পৌর এলাকার গোঁয়ালগাও মধ্যপাড়া গ্রামে বাবার বাড়িতে ওই গৃহবধূ স্বাভাবিকভাবে তিন সন্তানের জন্ম দেন। গৃহবধূ তাসলিমা বেগম শ্রীবরদী উপজেলার রাণীশিমুল এলাকার মালাকুচা গ্রামের অটো ভ্যানচালক আবদুল হালিমের স্ত্রী।

ওই গৃহবধূর পিতা নীল বাদশা জানান, তাসলিমা কিছুদিন আগে আমার বাড়িতে এসেছে বাচ্চা প্রসবের জন্য। তার শরীর ও স্বাস্থ্য ঠিক ছিল। আজ সকালে (বুধবার) বাড়িতেই স্বাভাবিক প্রক্রিয়ায় সে তিনটি কন্যা সন্তান প্রসব করেছে। সন্তানেরা ও তাসলিমা সুস্থ রয়েছে। তাসলিমার ৩ বছর বয়সী আরও একটি ছেলে রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, তিন সন্তান প্রসবের খবর পেয়ে গোঁয়ালগাও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মনিরা বেগমকে পাঠানো হয়েছে। তিনি নবজাতকের সার্বিক খোঁজ খবর নিচ্ছেন এবং পরামর্শ দিয়েছেন। মা ও নবজাতক গুলো সুস্থ আছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ যেকোন প্রয়োজনে ওই পরিবারের পাশে থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত জানান, বিষয়টি আমি শুনেছি। মা ও তিন কন্যা সন্তানের খোঁজ নিচ্ছি।

রাজন্য রুহানি, জামালপুর প্রতিনিধি
জামালপুর প্রতিনিধি | Website | + posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social Media Auto Publish Powered By : XYZScripts.com