dailynobobarta logo
ঢাকাসোমবার , ১১ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

ভালুকা আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী এমএ ওয়াহেদ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ডিসেম্বর ১১, ২০২৩ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে স্বতন্ত্র প্রার্থী এমএ ওয়াহেদের মনোনয়নপত্র আপিল শুনানিতে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

স্বতন্ত্র প্রার্থী এমএ ওয়াহেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আপিলে মনোনয়নপত্র বৈধ বলে প্রার্থীতা ফিরে পেয়েছি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে বিপুল ভোটে জয়লাভ করব ইনশাল্লাহ। ভালুকার আপামর জনতা আমার পাশে রয়েছে।

গত ৩ ডিসেম্বর ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে ১ শতাংশ ভোটারের সমর্থন স্বাক্ষর জটিলতার কারণ দেখিয়ে মোহাম্মদ আব্দুল ওয়াহেদের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। পরে নিয়মানুযায়ী নির্বাচন কমিশনে আপিল করেন তিনি।

জানা যায়, শুনানিতে মধ্যাহ্ন ভোজের বিরতির আগ পর্যন্ত মোট ৫৯ জনের মধ্যে ২৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন, তার মধ্যে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল ওয়াহেদ প্রার্থিতা ফিরে পেয়েছেন।

এম এ ওয়াহেদ প্রার্থীতা ফিরে পাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকার সাধারণ জনগণের মধ্যে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে। এম এ ওয়াহেদ ইতিমধ্যে তার নির্বাচনি এলাকা ময়মনসিংহ-১১ ভালুকা আসনে নানাবিধ কর্মের মাধ্যমে নানা শ্রেণী পেশার মানুষের মনে জাগয়া করে নিয়েছেন।

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি | Website | + posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social Media Auto Publish Powered By : XYZScripts.com