dailynobobarta logo
ঢাকামঙ্গলবার , ১০ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

হরিরামপুরে (অব:) স্কুল শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ

আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২৩ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জের হরিরামপুরে জমি সংক্রান্ত বিরোধে মো. কাঞ্চন বিশ্বাস (৬৪) নামের অবস্বরপ্রাপ্ত এক স্কুল শিক্ষককে পিটিয়ে মারাত্বক আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় স্কুল শিক্ষককে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

মোঃ কাঞ্চন বিশ্বাস জানান নিজস্ব জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ তার সাথে এলাকার কুচক্রী মহল ভূমিদস্য মামলাবাজ তাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করে। গত ১লা অক্টোবর ২০২৩ইং তারিখে মো: কাঞ্চন বিশ্বাসের পুত্র জুলহাস বিশ্বাস কে আসামিরা সবুজকে রাস্তার উপরে এলোপাথারিভাবে মারপিট করে।

জুলহাস বিশ্বাসের ভাই সবুজ বিশ্বাস বাদী হয়ে ৩রা অক্টোবর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ২২২/২০২৩ মামলা দায়ের করলে মামলা করার কারণে বিবাদীপক্ষ ক্ষিপ্ত হয়ে ঐদিন অনুমান রাত ৮.৩০ ঘটিকায় কাঞ্চন বিশ্বাসকে মেরে ফেলার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র সহ পিস্তল হাতে অতর্কিতভাবে হামলা করে।

এ ব্যপারে এগারো জনের নাম উল্লেখ করে হরিরামপুর থানায় মামলা করেছেন উপজেলার রামকৃঞ্চপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. কাঞ্চন বিশ্বাসের মেয়ে জুলিয়া আক্তার। মামলায় আসামীরা হলেন, ১. আন্নাছ কাজী (৪০),২. লুৎফর রহমান(৪২),৩. আক্কাস কাজী (৪২),৪ . মাহাব আলী(৪২),৫.. বজলু কাজী (৪০)৬.নাজমুল কাজী (২০),৭. নূরে আলম সিদ্দিকী (৩৮),৮. নূরুল ইসলাম (৪৫),৯.সেকান্দার (৪০), ১০. রাব্বী (২০) ও ১১.অর্পন (১৮)।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর রাত নয়টার দিকে হরিরামপুর উপজেলার লেছরাগঞ্জ বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন রামকৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. কাঞ্চন বিশ্বাস। এরপর তিনি বাড়ির পাশ্ববর্তী পিয়াজচর এলাকায় পৌছানো মাত্র রাস্তার পাশে বাঁশঝাড়ের ভেতর উৎপেতে থাকা আসামীরা তার উপর অর্তকিত হামলা চালায়। তার কাছে থাকা নগদ এক লক্ষ বিশ হাজার টাকা, হাতের ঘড়ি, মোবাইল, আংটি, নিয়ে যায়। তাকে মেরে ফেলার জন্য বিভিন্ন কায়দা কৌশলে মারধর করে। পরবর্তীতে তাকে পাশের কচুরিপানার পুকুরে ফেলে দিয়ে তিন রাউন্ড গুলি করে।

এ সময়ে তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে মানিকগঞ্জ সদর হাসপাতাল এরপর অবস্থার অবনতি হলে কর্ণেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে ভর্তি করে।

মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা.আরশ্বাদ উল্যাহ বলেন, আহত কাঞ্চন বিশ্বাসের অবস্থা এখন আগের চেয়ে ভালো আছে। চাপা ধরনের মারপিট করায় তার সারা শরীরে ব্যাথা বেশ কিছুদিন থাকবে এবং ডানপায়ে লাঠির আঘাতে গুরুত্বর জখম প্রাপ্ত হয়েছে। হাসপাতাল থেকে বাড়ি গেলেও তাকে দীর্ঘদিন বিশ্রামে থাকতে হবে।

হাসপাতালে গিয়ে ভুক্তভোগী মো. কাঞ্চন বিশ্বাসের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমার বাড়ির পাশে ১৫ শতাংশ জমি নিয়ে পাশের বাড়ির আক্কাছ কাজীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর যের ধরে প্রতিপক্ষ বিভিন্ন সময় মেরে ফেলার হুমকি দিয়ে আসছে এখনো আমি হাসপাতালে ভর্তি আমার পরিবারের উপরে অমানসিক নির্যাতন চালানোর চেষ্টা করছে এবং আমাদেরকে ভয়-ভীতি দেখিয়ে আসছে যে কোন সময় আমাদেরকে প্রাণে মেরে ফেলতে পারে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, এ বিষয়ে মামলা রজু হয়েছে। আসামীদের মধ্যে একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে পক্রিয়া অব্যাহত আছে। এখনো মামলা তদন্তাধীন আছে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ প্রতিনিধি | Website | + posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social Media Auto Publish Powered By : XYZScripts.com