dailynobobarta logo
ঢাকামঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

শিক্ষা ক্যাডারদের দাবি না মানলে কর্মবিরতির ঘোষণা

কিশোর কুমার দত্ত, লক্ষ্মীপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘদিন নানান ধরনের বঞ্চনা ও বৈষম্যের অভিযোগ তুলে আসছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। পদোন্নতি, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবি জানিয়ে লক্ষ্মীপুরে সাংবাদিক সম্মেলন করেছেন কলেজ শিক্ষকরা।

দাবি না মানলে কর্মবিরতিতে যাওয়ারও ঘোষণা দেন তারা। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মিলনায়তনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা কমিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়।

সমিতির জেলা কমিটির সভাপতি লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক হাসিবুল সিদ্দিকের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ খন্দকার ইউছুফ হোসাইন, সমিতির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অধ্যাপক ফাতিহুল কাদির সম্রাট, লক্ষ্মীপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আমজাদ উদ্দিন, সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুবে এলাহি সানি, সহযোগী অধ্যাপক গিয়াস উদ্দিন প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সার্বিক শিক্ষা ব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য শিক্ষা ক্যাডার সৃষ্টি হলেও শিক্ষা ক্যাডারকে বিশেষায়িত পেশা হিসেবে গড়ে তোলা হয়নি। বঞ্চনা আর বৈষম্যের মাধ্যমে এ পেশার কার্যক্রমকে সংকুচিত করা হয়েছে। এ পেশাকে গ্রাস করছে অদক্ষ অপেশাদাররা। যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শনের পরিপন্থি। দেশের সার্বিক শিক্ষার উন্নয়নকল্পে শিক্ষা ক্যাডারের নানাবিধ সমস্যা সমাধান ও যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতির বিবৃতির বরাত দিয়ে জানানো হয়, আগামী ২ অক্টোবর সারা দেশে একদিনের কর্মবিরতি পালন করবেন কলেজ শিক্ষকরা। এরপরও যদি তাদের দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হয়, তাহলে আগামী ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিন দিনের কর্মবিরতি পালন করা হবে।

কিশোর কুমার দত্ত, লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি | Website | + posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social Media Auto Publish Powered By : XYZScripts.com