dailynobobarta logo
ঢাকাবুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সম্পাদক পাবেল, সভাপতি পদে পূর্ণনির্বাচন

কিশোর কুমার দত্ত, লক্ষ্মীপুর প্রতিনিধি
ডিসেম্বর ১৩, ২০২৩ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে ৫৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর জেলা প্রতিনিধি সাঈদুল ইসলাম পাবেল। এ নিয়ে টানা তৃতীয়বারের মত নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইত্তেফাকের আব্দুল মালেক পেয়েছেন ২০ ভোট। বুধবার (১৩ ডিসেম্বর) প্রেসক্লাব মিলনায়তনে দ্বি-বার্ষিক এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে সভাপতি পদে সমপরিমাণ ভোট পাওয়ায় পূনরায় এ পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ২০ ডিসেম্বর বেলা ২ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণের কথা জানান নির্বাচন কমিশনার।

এছাড়া কার্যকরী পরিষদের অন্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি মো: জহিরুল ইসলাম (উপকূল প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন (কালবেলা), কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন হাওলাদার (আজকের প্রত্যাশা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আফরোজা আক্তার রাঙ্গা (রামগঞ্জ দর্পণ), ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক মো: আরিফ হোসেন ( সংবাদ প্রতিদিন), দপ্তর সম্পাদক শাকের মো: রাসেল (মাছরাঙ্গা টেলিভিশন), প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাজিম উদ্দীন রানা (বিজনেস বাংলাদেশ), নির্বাহী সদস্য রবিউল ইসলাম খান (আজকালের খবর) ও রাকিব হোসেন রনি (বণিক বার্তা)।

নির্বাচনটি তিনজন কর্মকর্তার পরিচালনায় সকাল ৯টা থেকে বিকেল ৩ পর্যন্ত ভোটগ্রহণের মাধ্যমে সম্পন্ন হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (স্পেশাল) অ্যাডভোকেট আবুল বাশার, নির্বাচন কমিশনার ছিলেন, অ্যাডভোকেট রাসেল মাহমুদ ভুইয়া মান্না ও মাহমুদুল হক সুজন।
লক্ষ্মীপুর প্রেসক্লাব
এর আগে নির্বাচনকে ঘিরে এদিন সকাল থেকেই প্রার্থী, ভোটার ও সাংবাদিকদের পদচারণায় মুখর হয়ে উঠে প্রেসক্লাব চত্বর। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯২ জন। ব্যবস্থাপনা কমিটির এই নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১০টি পদে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

কিশোর কুমার দত্ত, লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি | Website | + posts

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social Media Auto Publish Powered By : XYZScripts.com