Tags: টেস্ট ক্রিকেট, বাংলাদেশ-শ্রীলঙ্কা
মিরপুর টেস্টের শুরুতেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। শূন্য হাতে বিদায় নিয়েছেন দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়।
দলের দুঃসময়ে ফের ব্যর্থ অধিনায়ক মুমিনুল হক ((৯)। বাংলাদেশকে আরও বিপদে ঠেলে দিয়ে ফিরেছেন নাজমুল হাসান শান্তও (৮)। এরপর পেসার কাসুন রাজিথার তৃতীয় শিকার হিসেবে গোল্ডেন ডাক মারলেন সাকিব আল হাসান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম দিন প্রথম ইনিংস শুরু করে ৬.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪ রান করেছে টাইগাররা। ব্যাটিংয়ে আছেন মুশফিকুর রহিম (৭) ও উইকেটরক্ষ লিটন দাস (০)।
বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ কারুনারত্নে (অধিনায়ক), কুশল মেন্ডিস, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্ডিমাল, নিরোশান ডিকভেলা, রামেশ মেন্ডিস, প্রাভিন জয়াউইক্রিমা, কাসুন রাজিথা ও আশিথা ফার্নান্দো।