Tags: সিলেট, সিলেট অ্যাডভেঞ্জার ওয়ার্ল্ড, হাতাহাতি
সিলেট এয়ারপোর্ট বাইপাস সড়কের অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কে নারীর ছবি তোলা নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় এক নারীসহ কয়েকজন আহত হয়েছেন।
এ ঘটনা ঘটে ঈদের দ্বিতীয় দিন বুধবার বিকেল ৫টায়। আহতদের মধ্যে একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
জানা গেছে, ঈদের সময় হওয়ায় অ্যাডভেঞ্জার ওয়ার্ল্ডে বিপুল সংখ্যক দর্শনার্থী ভিড় জমিয়েছেন। এর মধ্যে কয়েকজন উশৃঙ্খল যুবক এক মহিলার ছবি তুলতে যায়।
এ ঘটনাকে কেন্দ্র করে নারীর পক্ষের মানুষের সঙ্গে সেই উশৃঙ্খল যুবকদের তর্কাতর্কি বাঁধে এবং এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এসময় এক নারীসহ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে দ্রুত আমরা সেখানে পুলিশের একটি টিম উপস্থিত এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজ উদ্দিন বলেন, দুপক্ষের নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে এবং অভিযুক্ত যুবকদের আটক করে রাখা হয়েছে।