Tags: করোনা টিকা, সিলেট
বাংলাদেশ সরকার শিশু কিশোরদের অবিলম্বে টিকা দেবার কথা ঘোষণা করেছেন আর সেটা বাস্তবায়নে ১২-১৮ বছর বয়সী শিশু কিশোরদের সিলেট সিটি কর্পোরেশন সকল ওয়ার্ডে করোনা ভাইরাসের ১ম ডোজ প্রদান শুরু করেছে।
সিলেট সিটি কর্পোরেশন ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ এর কার্যালয়ে আজ বুধবার ২৩ ফেব্রুয়ারি সকাল থেকে চলছে ১২-১৮ বছর বয়সী শিশুদের ১ম ডোজ করোনাভাইরাসের গণটিকা ফাইজার প্রদান করা হচ্ছে।
দেশের ৩০ লাখ ছেলেমেয়েকে এই টিকা দেয়ার আওতায় আনা হবে। জন্ম-নিবন্ধন সনদের মাধ্যমে শিশুরা এই টিকার জন্য নিবন্ধন করতে পারবে।
সিলেট সিটি কর্পোরেশন সকল ওয়ার্ডে আজ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১২ থেকে ১৮ বছর বয়সী শিশু কিশোরদের ফাইজারের ১ম ডোজ গণটিকা প্রদান করা শুরু করেছে।