Tags: ক্রিকেট, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
মাউন্ট মঙ্গাইনু থেকে ইতিহাস রচনার পর সেঞ্চুরিয়নে এসেও বাংলাদেশ পেয়েছে ঐতিহাসিক এক জয়। সাউথ আফ্রিকার মাটিতে পেয়েছে প্রথমবারের মতো স্বাগতিকদের বধের স্বাদ। ইতিহাস গড়ার পর বাংলাদেশের লক্ষ্য এখন এগিয়ে যাওয়া। সিরিজ জয়ের লক্ষ্যে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ দুপুরে মাঠে নামছে বাংলাদেশ।
প্রথমবারের মতো সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের মিশনের ম্যাচটি হবে জোহানেসবার্গে। বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের ধারা দ্বিতীয় ম্যাচেও ধরে রাখতে চাইবে বাংলাদেশ। সে কারণে একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা খুবই কম টাইগারদের। অপরদিকে জোহানেসবার্গের উইকেটে স্পিনারদের জন্য সুবিধার হওয়ায় কেশভ মহারাজকে সঙ্গ দিতে প্রোটিয়া শিবিরে দেখা যেতে পারে স্পিনার তাবরিজ শামসিকে।
এদিকে দ্বিতীয় ওয়ানডেটি হবে স্তন ক্যান্সার সচেতনতার জন্য গোলাপি জার্সি পরে খেলবে প্রোটিয়ারা। অতীত পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখা যায়, এখন পর্যন্ত গোলাপি ওয়ানডের এক ম্যাচেও হারেনি সাউথ আফ্রিকা। বাংলাদেশ যদি এই ম্যাচে জয় পায় তাহলে রচিত হবে আরও একটি ইতিহাসের।
প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছেন প্রোটিয়া দলপতি টেম্বু বাভুমা। টাইগারদের বিপক্ষে হারের পর বিশ্বকাপের সুপার লিগে তাদের পথচলাটা বেশ কঠিনই হয়ে দাঁড়িয়েছে।
বর্তমানে টেবিলের শীর্ষস্থানে অবস্থান করছে বাংলাদেশ। আর সাউথ আফ্রিকার অবস্থান ১০ নম্বরে। বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয়া আট দলের ভেতর নিজেদের রাখতে তাই দ্বিতীয় ম্যাচে জয় বাগিয়ে নেয়া ছাড়া পথ নেই প্রোটিয়াদের সামনে। তাই গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট নিয়ে টিকে থাকতে মরিয়া সাউথ আফ্রিকার দলপতি।