Tags: ফরিদপুর, লাশ উদ্ধার, সালথা
ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশ ২৭ ফেব্রুয়ারী রবিবার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামের ফরিদপুরের ভাংগা মহাসড়কের পাশে থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে।
উদ্ধার অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার(নগরকান্দা -সালথা সার্কেল) সমিনুর রহমান, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন। উদ্ধার হওয়া লাশের পরিচয় পুলিশ জানতে পারে। সেই অজ্ঞাত যুবকের বাড়ি সালথা উপজেলায়।পেশায় একজন অটো চালক। সে শৈলডুবী গ্রামের মৃত ইমান মাতুব্বরের ছেলে মোঃ আলী মাতুব্বর (২৮) বলে জানা যায়।
নিহত মোঃ আলী মাতুব্বর প্রতিদিনের ন্যায় গাড়ী চালানোর জন্য গত ১৭/০২/২০২২ ইং তারিখে সকাল আনুমানিক ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়। বাড়িতে না ফেরায় তার স্ত্রী রুমি আক্তার বাদী হয়ে নিখোঁজের পরেরদিন ১৮/০২/২০২২ ইং তারিখে সালথা থানায় একটি জিডি করেন।সালথা থানার জিডি নং ৭৭৯। নগরকান্দা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পোস্টমর্টেম রিপোর্ট করার জন্য ফরিদপুর শেখ মুজিব মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এব্যাপারে নগরকান্দা থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার সমিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন জানা যাবে এবং খুনীদের ধরার সব প্রক্রিয়া চলমান থাকবে। নিহতের স্ত্রী রমি আক্তারকে ফোন দিলে ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য জানা যায়নি।