Tags: ক্রিকেট, রাসেল ডমিঙ্গো, সাকিব আল হাসান
সব অনিশ্চয়তা দূরে ঠেলে দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব আল হাসানকে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। বুধবার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশ দল। অনুশীলন শেষে সাকিবের প্রশংসায় মুখর ছিলেন ডমিঙ্গো।
টেস্ট এবং ওয়ানডে উভয় সিরিজের স্কোয়াডে নাম থাকা সত্ত্বেও মানসিক ও শারীরিক ক্লান্তির কথা উল্লেখ করে সফর থেকে বিরতি চেয়েছিলেন সাকিব। তাকে অনুমতিও দিয়েছিল বিসিবি। কিন্তু শেষ মুহূর্তে সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এখন দলের সঙ্গে নিজেকে মাঠের লড়াইয়ের জন্য তৈরি করছেন তিনি।
ডমিঙ্গো বলেন, ‘সাকিব আমাদের দলের ভারসাম্য বজায় রাখে। তার না থাকাটা সব সময়ই দলের জন্য কঠিন হয়। আপনার একজন অতিরিক্ত বোলার বা অতিরিক্ত ব্যাটসম্যান লাগবে কিনা, আপনি নিশ্চিত নন। তার মত দক্ষতা সম্পন্ন একজন ক্রিকেটার থাকাটা সব সময়ই দারুণ।’
ডমিঙ্গো আরো বলেন, ‘সাকিব অভিজ্ঞ। এর আগেও এখানে এসেছেন তিনি। বিশ্বমানের খেলোয়াড় সে। সে সফরে থাকায় আমরা খুবই খুশি। তার শক্তি, মনোভাব এবং কাজের নৈতিকতা দুর্দান্ত ছিল।’
শুক্রবার সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। রবিবার জোহানেসবার্গে দ্বিতীয় ও বুধবার সেঞ্চুরিয়নে তৃতীয় ওয়ানডে খেলবে দুই দল। ৩১ মার্চ থেকে টেস্ট ও ৭ এপ্রিল থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে দুই দলের।