Tags: আবদুন নূর সজল, বিনোদন, সংযোগ সিনেমা
বৈজ্ঞানিক কল্পকাহিনির পাশাপাশি সমাজ বাস্তবতার কল্পকাহিনি নিয়ে নির্মিত হচ্ছে ‘সংযোগ’। সিনেমাটিতে অভিনয় করছেন দর্শকপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। তাঁর বিপরীতে রয়েছেন নবাগত সায়মা স্মৃতি।
সিনেমাটির নির্মাতা আবু সাইয়ীদ। ২০১৬ সালে গণ-অর্থায়নে সিনেমাটির নির্মাণকাজ শুরু হয়। সেই সময় অভিনয়ে যুক্ত হয়েছিলেন সৈয়দ শামসুল হক, ইনামুল হক, কে এস ফিরোজ প্রমুখ।
তবে প্রথম ধাপ শুটিং করার পর তহবিল সমস্যাসহ কিছু কারণে সিনেমাটির শুটিং বন্ধ হয়ে যায়। সুখবর হচ্ছে- প্রায় ছয় বছর পর সিনেমার বাকি কাজের শুটিং শুরু হচ্ছে। চলতি মাসেই বগুড়ার বিভিন্ন লোকেশনে সিনেমাটির চিত্রায়ণ শুরু হবে। ২১ মার্চ থেকে টানা ১০ দিন শুটিং হবে বগুড়ায়। এরপর দুই দিন ঢাকায়।
সিনেমাটিতে একজন উদ্ভাবকের চরিত্রে অভিনয় করবেন সজল। জুন মাসের মধ্যে ছবিটি মুক্তির জন্য প্রস্তুত হয়ে গেলে চলতি বছরেই মুক্তির কথা রয়েছে। গল্প ও চিত্রনাট্য আবু সাইয়ীদ।