শ্রীনগরে প্রাইভেটকার চাপায় মো. আজাদ (৪১) নামে এক পথচারী আহত হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর পুরাতন ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঢাকাগামী অজ্ঞাত প্রাইভেটকারটি আজাদকে পথচারীকে পেছন থেকে চাপা দিয়ে দ্রæত পালিয়ে যায়। আহত আজাদ শেখ একই উপজেলার পাটাভোগ ইউনিয়নের মাশুরগাঁও গ্রামের আব্দুর রহমান শেখের পুত্র। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আসাদুজ্জামান বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।