শ্রীনগরে রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর সংগঠনের পক্ষ থেকে ছিন্নমূল ও অসহায় শিশুর মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার বিভিন্ন স্থানে প্রায় অর্ধশতাধিক ছিন্নমূল শিশুকে সংগঠনটির সদস্যরা ঈদ উপহার হিসেবে নতুন জামা কাপড় দেন। ঈদ উপহারের নতুন জামা কাপড় হাতে শিশুদের মুখে হাঁসি ফুটে উঠে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. মিটুল হোসাইন জানান, রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর সংগঠনে রয়েছে এক ঝাঁক স্বেচ্ছাসেবী ছাত্র-ছাত্রী। সকলের সম্মেলিত প্রচেষ্টায় এ আয়োজন করা হয়। আমাদের সামথ্য ও সার্ধ অনুযায়ী ছিন্নমূল শিশুদের মুখে হাঁসি ফুটানোর চেষ্টা করেছি।