শ্রীনগর উপজেলার আরধীপাড়া এলাকার কানাইনগরে জুই আক্তার (১৮) নামে এক গৃহবধূ আতহত্যা করেছে। সে ওই এলাকার মোঃ শাকিলের (২৮) স্ত্রী ও একই এলাকার মৃত হানিফ শেখের কন্যা।
গতকাল বুধবার বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় ৬ মাস আগে শাকিলের প্রথম স্ত্রী মিথিলা বেগমও আত্মহত্যার পথ বেছে নেয়।
স্থানীয়রা জানায়, পারিবারিক কলহলের জের ধরে গৃহবধূ জুই আক্তার বসতবাড়ির গোসল খানার টিনের চালার আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ৬ মাস আগে শাকিলের প্রথম স্ত্রী দুই সন্তানের জননী মিথিলা ফরিদপুরে তার বাবার বাড়িতে আত্মহত্যা করে।
শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই মো. জাকির জানান, ঘটনাস্থলে পুলিশ গেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।