Tags: টেস্ট ক্রিকেট, বাংলাদেশ-শ্রীলঙ্কা
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সকাল ১০টায় শুরু হয় ম্যাচটি।
এর আগে সিরিজের প্রথম টেস্টে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছিল দুই দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে দুই পক্ষেরই।
সিরিজের দ্বিতীয় টেস্টে দুই পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। একাদশে জায়গা করে নিয়েছেন মোসাদ্দেক হোসেন ও এবাদত হোসেন। ইনজুরির জন্য বাদ পড়েছেন নাঈম হাসান ও শরিফুল ইসলাম। অপরদিকে লঙ্কান দলেও এসেছে দুই পরিবর্তন। কাসুন রাজিথা ও জয়াউইক্রিমাকে একাদশে নিয়ে মাঠে নামে সফরকারীরা।
বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ কারুনারত্নে (অধিনায়ক), কুশল মেন্ডিস, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্ডিমাল, নিরোশান ডিকভেলা, রামেশ মেন্ডিস, প্রাভিন জয়াউইক্রিমা, কাসুন রাজিথা ও আশিথা ফার্নান্দো।