Tags: আওয়ামী লীগ, লক্ষ্মীপুর
প্রায় ১৯ বছর পর লক্ষ্মীপুর সদর থানা ও পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে হুমায়ুন কবির পাটোয়ারীকে সভাপতি ও সাইফুল হাসান পলাশকে সাধারণ সম্পাদক করে সদর থানা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
একইসময় সৈয়দ আহমেদ পাটোয়ারীকে সভাপতি ও এডভোকেট জহিরুল ইসলাম বাবরকে সাধারণ সম্পাদক করে পৌর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ প্রধান অতিথির বক্তব্যবে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় অধিবেশনে মঞ্চে এ কমিটি ঘোষণা করেন তিনি।
বুধবার (১১ মে) শহরের এন আহম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুইটি শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।দিনব্যাপী এ ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল নামে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদসহ প্রমুখ।
ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু,প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন (এমপি)।