Tags: বিজ্ঞান মেলা, লক্ষ্মীপুর
“স্মার্ট ফোনে আসক্তি : পড়াশোনার ক্ষতি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজম্মের মধ্যে প্রযুক্তিগত উদ্ভাবনী মনোভাব ও বিকাশের লক্ষে এ মেলার আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে লক্ষ্মীপুর সরকারি কলেজের নতুন ক্যম্পাসে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন ছিলেন, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুল করিম, সহকারি অধ্যাপক ডক্টর মোজাহারুল হক, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন।
মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নানা উদ্ভাবনী পন্য নিয়ে ৩০টি স্টল বসে। পরে এসব স্টল পরিদর্শন করেন অতিথিরা।