Tags: জরিমানা, লক্ষ্মীপুর, সয়াবিন তেল
লক্ষ্মীপুরে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ রাখার অপরাধে নিউ আল-আমিন ষ্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১২ মার্চ) বিকেলে শহরের গোডাউন রোড় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন। এসময় অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ডের আদেশ দেওয়া হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সংবাদের ভিত্তিতে শহরের গোডাউন রোডস্থ নিউ আল-আমিন ষ্টোরে ৬০ ড্রামে সয়াবিন তেল অবৈধ মজুদ পাওয়া যায়। অবৈধভাবে ভোজ্য তেলের মজুদ করে বাজারে কৃত্তিম সংকট সৃষ্টির দায়ে আব্দুল মোতালেবের ছেলে আবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে ভোজ্যতেলের বাজারে অস্থিতিশীল করার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বাজারের একটি দোকানে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে নিউ আল-আমিন ষ্টোরে সংবাদের সত্যতা পাই। তিনি অতিরিক্ত মজুদ করে রেখেছিলেন। এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।