লক্ষ্মীপুরে সানজিদা নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের মাষ্টার কলোনী এলাকার ৪ তলা বিশিষ্ট রোজ ভিলা (ভাড়া বাসা) থেকে সানজিদার লাশ উদ্ধার করে পুলিশ। স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে বলে জানায় পরিবার। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে বলে জানান স্থানীয়রা।
পুলিশ ও স্বজনরা জানান, সানজিদা তার স্বামীর সঙ্গে পৌর শহরে ভাড়া বাসায় থাকতেন। এদিন মোবাইল সিম নিয়ে তার স্বামী প্রবাস ফেরত রাজনের বাক বিতন্ডা হয়। একপর্যায়ে রাজন তার ছেলেকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান। এরপর অভিমান করে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে জানান প্রতিবেশীরা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, পারিবারিক কলহে গৃহবধু আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।