1. news.dailynobobarta@gmail.com : ডেইলি নববার্তা : ডেইলি নববার্তা
  2. subrata6630@gmail.com : Subrata Deb Nath : Subrata Deb Nath
শুক্রবার, ০১ জুলাই ২০২২, ০৭:২৫ অপরাহ্ন
শুক্রবার, ০১ জুলাই ২০২২, ০৭:২৫ অপরাহ্ন

লক্ষ্মীপুরে বিএনপি নেতা এ্যানির বক্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠেছে আ.লীগ

কিশোর কুমার দত্ত, লক্ষ্মীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৩৮ বার পঠিত
লক্ষ্মীপুরে বিএনপি নেতা এ্যানির বক্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠেছে আ.লীগ

Tags: , ,

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির জ্বালাময় বক্তব্যের পর থেকে লক্ষ্মীপুর আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ফুঁসে উঠেছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ-ব্যবস্থা ফেইসবুকে এ্যানিকে ইঙ্গিত করে ক্ষমতাসীন দলের অসংখ্য নেতাকর্মী তাদের ওয়ালে স্ট্যাটাস দিয়েছে।

রবিবার (১৫ মে) সন্ধ্যা থানা আওয়ামী লীগের আয়োজনে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সামনে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভার বিষয়বস্তু ছিলো- সন্ত্রাসীদের গডফাদার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি’র উস্কানি মূলক বক্তব্যের প্রতিবাদ। এই প্রতিবাদ সভায় প্রধান অতিবল হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

সদর থানা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশের সঞ্চলনায় এতে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আব্দুল সমতল, এডভোকেট রাসেল মাহমুদ মান্না, এডভোকেট জহির উদ্দিন বাবর, আমজাদ মাস্টার, সাবেক জেলা যুবলীগের সভাপতি এ.কে.এম সালাহ্ উদ্দিন টিপু, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, চৌধুরী মাহমুদুন্নবী সোহেলসহ প্রমুখ।

এসময় বক্তরা বলেন, লক্ষ্মীপুরের মাটি শেখ হাসিনার ঘাটি। শান্ত লক্ষ্মীপুরকে এ্যানি চৌধুরী উস্কানি মূলক বক্তব্য দিয়ে অশান্ত করার চেষ্টা করছে। কোনো লাভ নেই। লক্ষ্মীপুর আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথকে নিরাপদ রাখার জন্য সবসময় ঐক্যবদ্ধ। এসময় সদর থানা আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয় আগামী মঙ্গলবার (১৭ মে) বিকেলে এ্যানির উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে শহরের এন আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়।

প্রসঙ্গগত : গতকাল (১৪ মে) শনিবার বিকেলে এ্যানির লক্ষ্মীপুর বাসভবন প্রাঙ্গণে জেলা বিএনপির আয়োজিত দেশব্যাপী বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদী বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন। সেইখানে এ্যানি আওয়ামী লীগ সরকারের সমালোচন করে জ্বালাময় বক্তব্য দেয়।

এ জাতীয় আরও খবর
All rights reserved.  © 2022 Dailynobobarta
Theme Customized By Shakil IT Park
Social Media Auto Publish Powered By : XYZScripts.com