Tags: জরিমানা, জেলে, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ মাছ ধরার দায়ে ৩ জন জেলেকে আটক করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে ৩০ হাজার মিটার অবৈধ জাল।
গতকাল বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে এসব জব্দসহ তাদের আটক করা হয়। জাটকা সংরক্ষনে জেলা মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ কোস্ট গার্ড এবং জেলা প্রশাসন যৌথ এ অভিযান পরিচালনা করে।
জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ৩ জন জেলেকে ৮ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। আর জব্দ অবৈধ জাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদ্দাম হোসেনের উপস্থিতিতে জনস্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।