Tags: বিশ্ব বন্যপ্রাণী দিবস, রাজশাহী
বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি, প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে বর্ন্যাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজজামান শাহের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আব্দুল জলিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, সহকারি পুলিশ সুপার (এসএএফ) নিয়াজ মেহেদী, মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান।
রাজশাহী ফরেস্ট্রি সাইন্স ট্রেকনোলজি ইনস্টিটিউটের রেঞ্জ কর্মকর্তা হুমায়ূন কবিরের পরিচলনায় এতে স্বাগত বক্তব্য রাখেন- রাজশাহী ফরেস্ট্রি সাইন্স ট্রেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক জিল্লুর রহমান, রাজশাহী এনিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রানী চিকিৎসক ডা. সাফিউল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।
উল্লেখ্য বিশ্বের বন্যপ্রাণী এবং উদ্ভিদকুলের প্রতি গণসচেতনতা বৃদ্ধি করা এ দিবসের মূল লক্ষ্য। বর্তমান সময়ের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিবার একটা প্রতিপাদ্য ঠিক করা হয়।বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি, প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি।