Tags: মৃত্যু, রাজশাহী, সড়ক দুর্ঘটনা
রাজশাহী মহানগরীতে ট্রলির ধাক্কায় মেমজান (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৩০ মার্চ) সকাল ৯টার দিকে মতিহার থানার চর সাতবাড়িয়া ডাঁশমারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেমজান চর সাতবাড়িয়া এলাকার মৃত জিন্নাত আলীর স্ত্রী। খবর পেয়ে মহানগরীর মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
এবিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার আলী তুহিন জানান, একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি ডাঁশমারী প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের সমানে দিয়ে যাওয়ার সময় ওই বৃদ্ধাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ গিয়ে ওই এলাকায় গেল গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ওই ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে, ট্রলির চালক পালিয়ে যায়। এ ঘটনায় ট্রলিচালককে আসামি করে সড়ক দুর্ঘটনা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।