Tags: আসামী, গফরগাঁও, গ্রেফতার
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে রবিবার রাতে আটক করেছে পুলিশ। পরে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
আটককৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামী হলেন, পৌর শহরের শিলাসী গ্রামের মৃত রেজ্জাক তালুকদারের ছেলে মোঃ শরিফ তালুকদার(৪২)।
জানা যায়, ২০১৮ সালের এক নারী ও শিশুপাচার মামলায় আদালতের বিচারক আসামী মোঃ শরিফ তালুকদারকে ১ বছরের কারাদন্ড দেন।মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। গত রাতে নিজ বাড়ী থেকে তাকে আটক করে পুলিশ।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফারুক আহম্মেদ এ ব্যাপারে জানান, পলাতক আদম ব্যবসায়ীকে নারি ও শিশু পাচার মামলার এক বছরের দন্ডপ্রাপ্ত আসামীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।