Tags: টেস্ট ক্রিকেট, বাংলাদেশ-শ্রীলঙ্কা
চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে একটু পিছিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিনশেষে ৯০ ওভার ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলেছে সফরকারী শ্রীলঙ্কা। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে।
লঙ্কানদের হয়ে ব্যাটিংয়ে হাল ধরেন অ্যাঞ্জেলা ম্যাথুস, কুশল মেন্ডিস ও দিনেশ চান্দিমাল। ২৩ রানে প্রথম এবং ৬৬ রানে দ্বিতীয় উইকেট শিকার করায় ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন নাঈম হাসান। কিন্তু এরপর কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলা ম্যাথুস জুটিতে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। তাইজুল ইসলাম এই জুটি ভাঙার একটু পর শিকারের সন্ধান পান সাকিব আল হাসানও।
১৮৩ রানে চতুর্থ উইকেট পড়লে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়। কিন্তু দিনের শেষ ২৫ ওভারে কোনো বিপদ ঘটতে দেননি ম্যাথুস ও চান্দিমাল। ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রথম দিন শেষ করেছেন ম্যাথুস-চান্দিমাল।