Tags: গ্রেফতার, মোহনপুর, রাজশাহী, হেরোইন
রাজশাহীর মোহনপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জিআর সিআর মামলার আসামী সহ মাদক মামলার মোট ১০ জনকে গ্রেফতার করেন।
মোহনপুর থানা পুলিশ সূত্রে জানাগেছে, পুলিশ সুপার রাজশাহী ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মহোদয়ের দিক নির্দেশনায় মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম এর নেতৃত্বে অফিসার ও ফোর্সের সহায়তায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে জিআর মামলার ৩ জন, সিআর মামলার ৪ জন, মাদকদ্রব্য সেবন করার অপরাধে ২ জন হলো শ্যামপুর গ্রামের রেজাউল হক এর ছেলে হাবিবুর রহমান (২৯), ধুরইল (পাকুড়িয়া) গ্রামের সিরাজ মু্ন্ডলের ছেলে মিঠুন মুন্ডল (২৮)।
অপর দিকে মাদক ব্যবসায়ি হলো ঝিনাইদহ সদর জেলা ও থানা’র কাঞ্চনপুর গ্রামের মৃতঃ রুস্তম আলী ছেলে মনির হোসেন ঝন্টু ৫৭ গ্রাম হেরোইন উদ্ধার সহ
গ্রেফতার করেন পুলিশ।
এ ঘটনার বিষয়টি নিশ্চিত করার জন্য যোগাযোগ করা হলে মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম ডেইলি নববার্তাকে জানান, মোহনপুর থানা পুলিশ পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে জিআর মামলার ৩ জন, সিআর মামলার ৪ জন, ৫৭ গ্রাম হেরোইনসহ মাদক ব্যাবসায়ী ঝন্টু ও মাদকসেবী
হাবিবুর রহমান ও মিঠুন সহ মোট ১০ জন আসামীদের গ্রেফতার করতে সহ্মম হয় মোহনপুর থানা পুলিশ।
মোহনপুর থানা এলাকায় যে কোন অপরাধ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানান ওসি। গ্রেফতারকৃত আসামীদের পুলিশ পাহারার মধ্য দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।