Tags: আওয়ামী লীগ, ইফতার, মালদ্বীপ
অপরুপ সৌন্দর্যের লীলাভূমি ও সাগর কন্যার দেশ, অভিবাসী বান্ধব, পাশাপাশি পৃথিবীর সেরা পর্যটকের জন্য এওয়ার্ড’সে খেতাব প্রাপ্ত এই দ্বীপরাষ্ট্রটিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রাজনৈতিক ছাড়াও রয়েছে এক বৃহৎ প্রবাস বাংলাদেশ কমিউনিটি। যেখানে সর্বস্তরের মানুষ মিলেমিশে বসবাস করছে, সুখে দুঃখে পাশাপাশি থেকে এগিয়ে যাচ্ছে যার যার গন্তব্যের দিকে।
দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে কোভিড-১৯ এর আতংকে ঘরবন্দী মানুষ এখন অনেকটাই স্বস্তির নিঃস্বাস ফেলছে, নতুন আশায় বুকে স্বপ্ন এটে আছে পবিত্র মাহে রমজান উপলক্ষে মালদ্বীপ ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফার প্রাইভেট লিমিটেড’র কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ীক, রাজনীতিবিদ, পেশাজীবী, চিকিৎসক, সাধারণ প্রবাসী ও স্থানীয় প্রবাসী সাংবাদিকদের অংশগ্রহণে মালদ্বীপ শাখা আ’লীগের উদ্যোগে মুজিবনগর দিবসে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৯শে এপ্রিল ২০২২) মালদ্বীপের রাজধানী মালের (স্কাইফল লাউঞ্জ) একটি অভিজাত রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সবাই দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন গত (১৬ই এপ্রিল ২০২২) মালদ্বীপ প্রবাসী মোঃ শামীম এর মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায়। মালদ্বীপ শাখা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোঃ দুলাল মাতবর এর সভাপতিত্বে ও সংগঠনটির যুগ্ম সম্পাদক নুরে আলম রিন্টুর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল জনাব এস এম আবদুল কালাম আজাদ, ও দূতাবাসের তৃতীয় সচিব মোঃ মিজানুর রহমান সহ অত্র দুতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন– মালদ্বীপ আ’লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ীক মোঃ দুলাল হোসেন, বাংলাদেশ কমিউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবাসী শিক্ষক মীর সাইফুল ইসলাম, আ’লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী, সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্ব অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল মুক্তিযাদ্ধার বিদেহী আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ দেশবাসী ও মুসলিম উম্মাহর শান্তি, রহমত, বরকত, মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ হাসান।