Tags: প্রবাসের সংবাদ, মালদ্বীপ
মালদ্বীপের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী জনাব আব্দুল্লা শহিদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন মালদ্বীপে নবনিযুক্ত মান্যবর বাংলাদেশ হাই কমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। এই সৌজন্য সাক্ষাতকালে বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব মোঃ মিজানুর রহমান ভুঞা সহ মালদ্বীপের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন।
গতকাল সোমবার (১৮ই এপ্রিল ২০২২) মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকারে মান্যবর হাই কমিশনার বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন, মান্যবর হাই কমিশনার এস এম আবুল কালাম আজাদ কোভিডকালীন সময়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার সাফল্যগাথা তুলে ধরেন।
বিশেষ করে তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিক ঈর্ষণীয় হার, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা অর্জন এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সক্ষমতা অর্জনে বাংলাদেশের অভাবনীয় অগ্রগতির বিষয়ে আলোচনা করেন। এছাড়া তিনি কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন এবং মালদ্বীপ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
সৌজন্যে সাক্ষাৎকার বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং উভয় পক্ষ আলোচনায় বিষয়বস্তুতে ঐক্যমত্য পোষণ করেন। মালদ্বীপের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী মালদ্বীপে অবস্থানকারী আনডকুমেন্টেটারী বাংলাদেশী কর্মীদের বৈধ হওয়ার সুযোগ গ্রহণের অনুরোধ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট সকল পক্ষ সম্মিলিতভাবে কাজ করলে অল্প সময়ের মধ্যে বাংলাদেশি কর্মীরা বৈধ হতে সক্ষম হবে।
উল্লেখ্য, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুল্লা শহিদ জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেসনের সভাপতির দায়িত্ব পালন করছেন।