Tags: অপরাধ, গ্রেফতার, মাদক, মানিকগঞ্জ
মানিকগঞ্জে ডিবি’র অভিযানে মাদকসহ গ্রেফতার ৭। গতকাল রোববার দুপুরে গ্রেফতারের বিষয়টি বিষয়টি ডেইলি নববার্তাকে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা পুলিশের ওসি মোঃ নজরুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার বেথুয়াজানী এলাকার মৃত তারা মিয়ার ছেলে মনিরুজ্জামান মনির (৩৫), বাংগুরা এলাকার মৃত তারা মিয়ার ছেলে আসিফ (৩০), একই এলাকার ফাইজুদ্দিনের ছেলে খলিল (২১), বেতিলা এলাকার মাসুম মিয়ার ছেলে তোতা মিয়া (২৬), শিবালয় উপজেলার দশচিড়া এলাকার মৃত মাসুম শিকদারের ছেলে আশরাফুল ইসলাম আলীম (২৫), কাতরাসিন এলাকার মৃত ইসমাইল খানের ছেলে সাঈদ খান (৩২) এবং ঢাকার আশুলিয়া থানার শ্রীখন্তিয়া এলাকার নজর আলী শিকদারের ছেলে বাচ্চু শিকদার (৩৩)।
মোঃ নজরুল ইসলাম জানান- গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসহ সাতজনকে গ্রেফতার করে ডিবির আভিযানিক দল। গ্রেফতারদের কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল ও ১৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২০ হাজার টাকা। গ্রেফতারদের নামে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।