Tags: দৌলতপুর, বজ্রপাত, মানিকগঞ্জ, মৃত্যু
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়নের রৌহা গ্রামে বজ্রপাতে ফিরোজা বেগম (৫৫) মৃত্যু হয়েছে।
জানা গেছে (২০ এপ্রিল) বুধবার রৌহা গ্রামের আবুল হোসেনের স্ত্রী তিন সন্তানের জননী ফিরোজা বেগম (৫৫) বাড়ি থেকে হাফ কিলোমিটার দূরে পার রৌহা তার নিজ জমিতে বৃষ্টির সময় ভুট্টা ঢাকতে গিয়ে ভোর ৬টার দিকে বজ্রপাতের ঘটনা ঘটলে ওখানেই অসুস্থ হয়ে পরে। পরে আশেপাশের লোক এগিয়ে এসে উদ্ধার করে বাড়িতে নেওয়ার পথেই মৃত্যু বরণ করেন।
এবিষয়ে খলসী ইউপি চেয়ারম্যান মো: জিয়াউল হক ডেইলি নববার্তাকে বলেন, আবুল হোসেনের স্ত্রী ফিরোজা তার জমিতে বৃষ্টির সময় ভুট্টা ঢাকতে গিয়ে বজ্রপাতের ঘটনা ঘটে। পরে আসে পাশের লোক এগিয়ে এসে উদ্ধার করে চিকিৎসার জন্যে আনার সময় রাস্তায়ই মৃত্যু হয়। ঘটনাটি অত্যান্ত দু:খ জনক।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরুল হাসান ডেইলি নববার্তাকে বলেন, ঘটনাটি আমি শুনেছি বজ্রপাতের ঘটনাটি অত্যান্ত দু:খ জনক। ফিরোজার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।