Tags: খাগড়াছড়ি, জাতীয় বীমা দিবস, মাটিরাঙ্গা
“বীমায় সুরক্ষিত থাকলে এগিয়ে যাব সবাই মিলে” এই প্রতিপাদ্যে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১ মার্চ) সকালে বীমার সাথে সংশ্লিষ্টদের বিভিন্ন ব্যানারে একটি র্যালি গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয়।
পরে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি খাগড়াছড়ি জেলা কো-অর্ডিনেটর মোঃ আলী হোসেন’র সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাদশা ফয়সাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান ডালিম, উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরো কর্মকর্তা এস এম রাইয়ান আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ রুবাইয়াত তানিম প্রমুখ।