Tags: নিহত, বিদ্যুতস্পৃৃষ্ট, বিদ্যুৎস্পৃৃষ্ট, ভূরুঙ্গামারী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জারের তার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধু মারা গেছেন। নিহত গৃহবধুর নাম মাহফুজা খাতুন (২০)। তিনি উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের ধামের হাট বাজার এলাকার অটোরিকশাচালক মাইদুল ইসলাম বাবুর স্ত্রী।
গতকাল উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের ধামের হাট এলাকার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীরা জানান, নিহতের স্বামী অটোরিকশাচালক বাবু তার নিজ বাড়িতে রাতে অটো চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়েন। গতকাল দুপুরে বাবুর স্ত্রী মাহফুজা খাতুন অটোরিকশার চার্জারের লাইন খুলতে গেলে অসাবধানতাবশত মেইন সুইচের ভেতরে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তিনি ঘরের মেঝে ছিটকে পড়েন।
এরপরে বাড়ির লোকজন তাকে দ্রুত মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ডেইলি নববার্তাকে বিষয়টি নিশ্চিত করেন।