Tags: বইমেলা, ভাষা সৈনিক মোস্তফা মতিন
ময়মনসিংহের ভালুকায় ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিন বইমেলায় আয়োজিত ৮ দিনব্যাপী বইমেলার ৭ম দিন রোববার(২৭ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত আয়োজিত কবিতা সন্ধ্যা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক মোস্তফা এম.এ. মতিনের কন্যা, মহিলা আসনের সাংসদ মনিরা সুলতানা মনির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী, কবি অধ্যাপক সাব্বির রেজা, ড. এবি সিদ্দিক, মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ আব্দুল ওয়াদুদ মিয়া, মাহাদী হাসান খান, কবি রুমানা সিকদার, প্রভাষক আফম আফজাল হাসান, কবি শেখ সফিক, আফতাব আহমেদ মাহবুব, সফিউল্লাহ লিটন, আবুল বাশার শেখ, এরশাদ আহমেদ, রিয়াজ লোকমান, প্রদীপ কুমার তপু, মোহাম্মদ জালাল উদ্দীন, মোঃ মমিন মিয়া, জিনিয়াস মাহমুদ, প্রভাষক আনোয়ারুল ইসলাম বিদ্যুত, হালিমা খাতুন ডলি, আঞ্জুমানারা, শিশু শিল্পী সেয়ন্তি প্রমূখ।
অনুষ্ঠানের প্রথমে অতিথি কবি ও অতিথিদের উত্তরিয় প্রদান করে সম্মানিত করা হয়। পরে কবি-সাংবাদিক সফিউল্লাহ আনসারী সম্পাদিত যৌথ কাব্যগ্রন্থ ‘কবি ও কবিতা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
ভালুকা সাহিত্য সংসদ, আগামীর স্বপ্ন, ভালুকা ছড়া সংসদের সদস্য ও স্থানীয় কবি-ছড়াকারদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।