Tags: ঝালকাঠি, ভালোবাসার রাজাপুর
ঝালকাঠির রাজাপুরের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যাবহারকারীদের নিয়ে গঠন করা “ভালোবাসার রাজাপুর” গ্রুপের আয়োজিত ছবি প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেল ৫.৩০ মিনিটের সময় রাজাপুর রিপোর্টার্স ইউনিটির হলরুমে গ্রুপের এডমিন, মডারেটরদের আয়োজনে গ্রুপ সদস্য ও সাংবাদিকদের উপস্থিতিতে বিজয়ীদের মাঝে এ পুরষ্কার বিতরণ করা হয়।
গত ১২ ফেব্রুয়ারি ২০২১ তারিখ সাতদিন ব্যাপি ছবি প্রতিযোগিতার আয়োজন করা হয় “ভালবাসার রাজাপুর” গ্রুপে। অংশগ্রহণকারী সদস্যদের ছবিতে পাওয়া লাইকের হিসেবে ১ম স্থান অধিকার করে সৈয়দ রফিকুল ইসলাম চমন, ২য় স্থান কাজী গোলাম কিবরিয়া সোহাগ, ৩য় স্থান ইলিয়াস রানা এবং এডমিন প্যানেল এর বিজয়ী মোঃ সজিব হাওলাদার।
রাজাপুরের মানুষকে একটি প্লাটফর্মে এনে রাজাপুরের সকল ভালো কাজের সাথে কাজ করতে এই গ্রুপটি পরিচালনায় এডমিন প্যানেলের সাথে আছেন ঢাকা থেকে মোঃ জাকির হোসেন শাহীন, সৌদি আরব থেকে কাজী নজরুল ইসলাম ফিরোজ, রাজাপুর থেকে মো. অহিদ সাইফুল, পিংকি ইসলাম, ঝালকাঠি থেকে সজিব হাওলাদার ও চট্টগ্রাম থেকে হিরা বুশরা।