ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সীমান্ত এলাকায় অবস্থিত এসকিউ বিরিকিনা সেলসিয়াস লিঃ (কালার মাস্টার) ফ্যাক্টরীতে ঈদের ছুটিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দেয়।
২৪ এপ্রিল (রবিবার) বিকাল সাড়ে তিনটায় শ্রমিকরা ফ্যাক্টরীর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ শ্রমিকদের ধাওয়া করলে শ্রমিকরাও পুলিশকে পাল্টা ধাওয়া করে। পরে পুলিশ দশ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পরে।
আন্দোলরত শ্রমিক পারভীন বলেন, আমি এই ফ্যাক্টরীতে দীর্ঘদিন ধরে কাজ করি। ফ্যাক্টরি কর্তৃপক্ষ চারটি শুক্রবার বিনা বেতনে কাজ করান ঈদের ছুটির সাথে এই শুক্রবারের ছুটি সমন্বয় করার কথা বলে। এখন ঐ শুক্রবারের ছুটিসহ আমরা দশ দিন ছুটি পাওনা হই। কিন্তু মালিক পক্ষ দশ দিন ছুটি দিতে অস্বীকার করে।
অন্য শ্রমিকগণ বলেন, আমাদের তিন বছর ছুটির টাকা দেয়না, এখন ছুটি দিতে চায়না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক অভিযোগ করে বলেন, ঈদের ১০ দিন ছুটির দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে থাকি এক পর্যায়ে কোন সমাধান না পেয়ে সাড়ে তিনটায় সড়ক অবরোধ করি। ভালুকা মডেল থানা পুলিশ শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনে নারী শ্রমিকদের উপর অতর্কিত হামলা করে। এ সময় সাবিনা নামে একজন আহত হয়। পরে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠে।
এসময় শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুড়লে পুলিশ পিছু হটে পরে শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় সোয়া দুই ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে প্রায় ২০-৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে, যানচলাচল বন্ধ থাকে।
শিল্প পুলিশের এএসপি সাইদুর রহমান ডেইলি নববার্তাকে জানান, শিল্প পুলিশের সহযোগিতায় কারখানা কর্তৃপক্ষ আন্দোলনরত শ্রমিকদের ছুটি ১০দিন মঞ্জুর করলে শ্রমিকরা রাস্তা থেকে অবরোধ তুলে নেন।