1. news.dailynobobarta@gmail.com : ডেইলি নববার্তা : ডেইলি নববার্তা
  2. subrata6630@gmail.com : Subrata Deb Nath : Subrata Deb Nath
মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২, ০৮:৫৩ পূর্বাহ্ন
মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২, ০৮:৫৩ পূর্বাহ্ন

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত

গোলাম রব্বানী, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৫১ বার পঠিত

Tags: ,

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কুড়িগ্রামে উন্নয়ন সহযোগী ফ্রেন্ডশিপ এর আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসের প্রথম কর্মসূচীতে ছিল বর্ণাঢ্য র‌্যালি।

জেলা সিভিল সার্জন অফিস থেকে শুরু হওয়া র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ মোড় ঘুরে আবার সিভিল সার্জন অফিসে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে আয়োজন করা হয় আলোচনা সভা। এতে যোগ দেন জেলা সিভিল সার্জন ডাঃ মঞ্জুর ই মোরশেদ, কুড়িগ্রাম সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম, ফ্রেন্ডশিপের সিনিয়র প্রকল্প সমন্বয়ক আলী আব্দুল্লাহসহ জেলায় কর্মরত বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থার কর্মকর্তারা।

বক্তারা জানান, ২০২০ ও ২০২১ সালে কোভিড-১৯ বা করোনা মহামারীতে স্বাস্থ্য সচেতনতায় অনেক আয়োজনই ছিলো সীমাবদ্ধ। মহামারী মোকাবেলার পর এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের কর্মসূচি, জনগনের মাঝে স্বাস্থ্য সচেতনা আরও বাড়াবে বলে আশা করেন তারা।

উল্লেখ্য, স্থানীয় মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করেছে উন্নয়ন সহযোগি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’। জেলা-উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে আয়োজন করা হয় আলোচনা সভা, র‌্যালি ও স্বাস্থ্য ক্যাম্প।

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্বাস্থ্য পরীক্ষা, ব্লাড সুগার টেস্ট, প্রেগনন্সি টেস্টসহ বিভিন্ন সেবা দেয়া হয় বগুড়া, গাইবান্ধা ও কুড়িগ্রামের ২০০’র বেশি স্থানীয় বাসিন্দাকে। ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ প্রতিপাদ্যে এসব অনুষ্ঠানে যোগ দেন জেলা-উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং ফ্রেন্ডশিপের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর
All rights reserved.  © 2022 Dailynobobarta
Theme Customized By Shakil IT Park