Tags: আহত, কুড়িগ্রাম, বজ্রপাত, মৃত্যু
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বজ্রপাতে ধানক্ষেতেই মৃত্যু হয়েছে শ্রমিক রহিম বাদশার (৪৮)। এসময় মতিয়ার রহমান নামে অপর এক শ্রমিক আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। তার অবস্থা আশংকামুক্ত।
নিহত রহিম বাদশা উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কামালপুর বটতলা গ্রামের আবুল কাশেমের ছেলে। আহত মতিয়ার রহমান একই এলাকার কামাল উদ্দিনের ছেলে।
ওই এলাকার বাসিন্দা আব্দুল খালেক, মতি মিয়া ও ছামাদ জানান, এলাকার কৃষক আবু বক্কর সিদ্দিকের জমির বোরো ধান কাটার জন্য নিহত রহিম বাদশাসহ ১২জন শ্রমিক চুক্তিতে ধান কাটতে যান। ধান কাটা শেষে শ্রমিকরা আটিগুলো তোলার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
এসময় হঠাৎ বজ্রসহ প্রচন্ড বৃষ্টিতে জমিতে লুটিয়ে পরেন রহিম বাদশা। পরে অন্যান্য শ্রমিকরা তাকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. বজলুর রহমান।