সারাদেশে সয়াবিন তেলের দাম বৃদ্ধিতে টাঙ্গাইলের নাগরপুরে অবৈধ ভাবে সয়াবিন তেল মজুদ ও দাম বেশি রাখার ফলে বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচলনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান ও জেলা ভোক্তা অধিকার সহকারী পরিচালক সায়েদা তামান্না তাসনিম।
আজ দুপুরে নাগরপুর সদর বাজারে সয়াবিন তেলের বোতলের গায়ের মুল্যের চেয়ে দাম বেশি রাখায় দুই দোকানীকে ৩ হাজার ও এন্টারপ্রাইজের ব্যবসায়ি শংকর সাহার বাসায় ২০ হাজার লিটার তেল মজুদ এর দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জেলা ভোক্তা অধিকার ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, বাজারে সয়াবিন তেলের মুল্য নিয়ন্ত্রনে রাখতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।