1. news.dailynobobarta@gmail.com : ডেইলি নববার্তা : ডেইলি নববার্তা
  2. subrata6630@gmail.com : Subrata Deb Nath : Subrata Deb Nath
সোমবার, ০৪ জুলাই ২০২২, ০৮:৩০ অপরাহ্ন
সোমবার, ০৪ জুলাই ২০২২, ০৮:৩০ অপরাহ্ন

নগরকান্দায় দিন ব্যাপি পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৪৭ বার পঠিত
নগরকান্দায় দিন ব্যাপি পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

Tags: , ,

ফরিদপুরের নগরকান্দায় দিন ব্যাপি তালিকা ভুক্ত পাট চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে নগরকান্দা মিলনায়তন হলরুমে ১৯, ২০, ২১ ইং তারিখ (তিনদিন) ব্যাপি এ প্রশিক্ষণ চলে।

পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিন ব্যাপী পাট চাষী প্রশিক্ষণ ২০২২ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতীপ্রু, নগরকান্দা উপজেলা কৃষি অফিসার তিলক কুমার ঘোষ, উপজেলা পাট কর্মকর্তা আব্দুস সালাম ও জেলা থেকে আগত প্রধান উধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মজিববর রহমান, উধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা পাট গবেষনা আঞ্চলিক কেন্দ্র ফরিদপুর ড.মোঃ শিবলী নোমান, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

উপজেলায় তালিকাভুক্ত দিন ব্যাপী ৫০ জন করে তিন দিনে মোট ১৫০ জন পাট চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়। জমি তৈয়ার থেকে বীজ বোনা, নিড়ানী, সার, কিটনাশক, সেচ সহ পাট চাষে করনীয় বিষয় কর্মকর্তারা প্রশিক্ষণে তুলে ধরেন। তালিকা ভুক্ত সকল পাট চাষীদের ১ কেজি করে পাট বিজ তোষা-৮ (রবি-১) জাতের বিজ দেওয়ার হয়।

উপজেলা কৃষি অফিসার তিলোক কুমার ঘোষ বলেন, উপজেলায় পাট ও পেঁয়াজের চাষ বেশি। পেঁয়াজ আবাদ শেষ এখন পাট চাষীরা পাট চাষে ব্যস্ত সময় পার করছেন। প্রশিক্ষণের মাধ্যমে এসকল পাট চাষীদের পাট চাষে আগ্রহী করতেই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর
All rights reserved.  © 2022 Dailynobobarta
Theme Customized By Shakil IT Park