Tags: দেবীগঞ্জ, পঞ্চগড়, ভোক্তা অধিকার সংরক্ষণ
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ দফতরের অভিযানে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন এই অভিযান পরিচালনা করেন।
পরেশ চন্দ্র বর্মন বলেন, সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য মুছে ফেলে অধিক মূল্যে তেল বিক্রি করার অপরাধে মেসার্স লাবনী স্টোর নামে এক প্রতিষ্ঠানকে ১৫ হাজার এবং মায়ের দোয়া নামে আরেকটি প্রতিষ্ঠানকে ক্রয় রশিদ সংরক্ষণ না করে অধিক মূল্যে তেল বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত মূল্য না রাখতে সতর্ক করা হয়।
আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরেশ চন্দ্র বর্মন।