Tags: থারক হেল্পিং হ্যান্ড, সিলেট
থারক হেল্পিং হ্যান্ড ইউকে ফাউন্ডেশনের উদ্যোগে
ছাতকের ভাতগাঁও এর আলীগঞ্জ বাজারে ১৪-ই এপ্রিল ১২ রমজান বৃহস্পতিবার বেলা ৩ টায় ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজারে “থারক হেল্পিং হ্যান্ডস্, ইউকে এর অনুদানে হতদরিদ্র প্রায় ১৫০টি পরিবারের মাঝে রমজান এর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এতে ভাতগাঁও ইউপি’র চেয়ারম্যান জনাব আওলাদ হোসেন মাস্টার, চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ জননেতা ওবায়দুল হক শাহীন, ইউপি মেম্বার যুবনেতা রাফি আহমদ রিংকু, সাবেক মেম্বার আব্দুল নূর সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশিষ্ট সমাজহিতৈষী ও শিক্ষানুরাগী জনাব রফিকুল ইসলাম তালুকদার এর উপস্থাপনায় ও সমন্বয়ে অনুষ্ঠান সুচারুভাবে সুসম্পন্ন হয়।
মো সুরুজ মিঞা তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মো আওলাদ হোসেন মাষ্টার চেয়ারম্যান ১৩ নং ভাতগাও ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,লন্ডন প্রবাসী আলহাজ্ব আবুল খায়ের সত্যিকার অর্থে একজন মানুষ । তাঁর মতো অন্যদেরও মানুষের সেবায় এগিয়ে আসা উচিত।
থারক হেল্পিং হ্যান্ড ইউকে ফাউন্ডেশনের এমন মানবিক উদ্যোগ সমাজের জন্য দৃষ্টান্ত।