Tags: তেঁতুলিয়া, তেঁতুলিয়া যুবলীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
কেক কেটে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম উৎসব পালন করেছে তেঁতুলিয়া উপজেলা আওয়ামী যুবলীগ।
বৃহস্পতিবার সন্ধ্যায় কৃষকলীগের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি তাজিরুল ইসলাম তাজু, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল মোল্লা, সাবেক ছাত্রনেতা আব্দুল বাসেত, যুবলীগের আহবায়ক আতাউর রহমান, আব্দুল হাকিম, কবির হোসাইন, তারা মিয়া, মোবারক হোসেন, ইয়াসির আরাফাত প্রিন্স প্রমুখ।
পরে চৌরাস্তা বাজারে আতশবাজি ফুটিয়ে বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনকে স্মরণীয় করে রাখা হয়। আতশবাজির বর্ণীল দৃশ্য উপভোগ করেন শহরের হাজার মানুষ। এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছে যুবলীগ।