Tags: আইসিসি, টেস্ট চ্যাম্পিয়নশিপ, বাংলাদেশ ক্রিকেট দল
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এক ধাপ উন্নতি হয়েছে টাইগারদের। ওয়েস্ট ইন্ডিজের দুই পয়েন্ট কেটে নেওয়া এক ধাপ উপরে উঠে এসেছে বাংলাদেশ দল। অর্থাৎ পয়েন্ট তালিকায় বাংলাদেশের নিচে অবস্থান করছে ক্যারিবীয়রা।
৮ নম্বরে নেমে যাওয়া উইন্ডিজদের সংগ্রহ এখন ১৪ পয়েন্ট। পাঁচ ম্যাচে তাদের একটি জয়, তিনটি হার ও একটি ড্র। দুই পয়েন্ট কম নিয়েও ৭ নম্বরে আছে বাংলাদেশ। চার ম্যাচে বাংলাদেশের জয় একটি, হার তিনটি। উইন্ডিজদের জয়ের হার ২৩.৩৩ শতাংশ। অন্যদিকে, বাংলাদেশের জয়ের হার ২৫.০০ শতাংশ।
৭৭.৭৭ শতকরা পয়েন্ট নিয়ে সবার ওপরে অস্ট্রেলিয়া। পরের তিনটি স্থানে আছে যথাক্রমে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ভারত। পাঁচ ও ছয় নম্বরে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। নবম স্থানে থাকা ইংল্যান্ডের শতকরা পয়েন্ট ১১.৬৭।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মন্থর ওভার রেটের কারণে উইন্ডিজদের দুই পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।
২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে প্রথমবারের মতো মন্থর ওভার রেটের জন্য শাস্তি পেল ওয়েস্ট ইন্ডিজ। সব মিলিয়ে এই চক্রে তৃতীয় দল হিসেবে একই কারণে পয়েন্ট হারাল তারা। এর আগে ভারত হারায় ৩ পয়েন্ট। ইংল্যান্ডের এখন পর্যন্ত কাটা গেছে ১০ পয়েন্ট।