টাঙ্গাইলের পৌর শহরে ১৫০ লিটার দেশীয় চোলাই মদসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২। শনিবার ভোরে পৌর শহরের কান্দাপাড়া বেবী স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন পৌর শহরের পূর্ব আদালত পাড়া এলাকার হাসমত আলীর ছেলে মেহের আলী (৪৪), একই এলাকার মৃত সাকুমুদ্দিনের ছেলে জুলহাস মিয়া (৫০)। এ সময় ১৫০ লিটার দেশীয় চোলাই মদ, একটি মোবাইলসহ তাদের হাতেনাতে আটক করে।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, তারা মাদকদ্রব্য দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।