টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে উগ্রবাদ ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মে) দুপুরে পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে পুলিশের এন্টি টেরিজম ইউনিটের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ পুলিশের এন্টি টেরিজম ইউনিটের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল মো. কামরুল আহসান বিপিএম (বার)।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমাড্যান্ট ইমামুর রশিদ, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
সমাবেশ উগ্রবাদ, জঙ্গিবাদ প্রতিরোধে বিস্তারিত আলোচনা করা হয়।