Tags: ঔষধ বিতরণ, কালিহাতী, টাঙ্গাইল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ ইং উপলক্ষে টাঙ্গাইল জেলার কালিহাতী পৌরসভার ৮ নং কুষ্টিয়া গ্রামে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের নাক, কান,গলা বিভাগের কনসালটেন্ট ডাক্তার এস,সি,পন্ডিত নিজ গ্রামে অসহায় দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছেন।
বৃহস্পতিবার ১৭ ই মার্চ সকাল থেকে সারাদিন ব্যাপী তার নিজ গ্রামের বাড়িতে নাক, কান, গলার বিভিন্ন সমস্যায় আক্রান্ত শতাধিক পুরুষ ও মহিলা রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছেন।
এ বিষয়ে ডাক্তার এস,সি,পন্ডিত এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এই কুষ্টিয়া গ্রামের সন্তান। গ্রামের অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ডাঃ এস,সি,পন্ডিত আরো জানান বিগত আট বছর ধরে এভাবেই প্রতিবছর একদিন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে আসছি। আমাদের সকলেরই যার যার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।
এসময় তিনি অসুস্থ রোগীদের সুস্থ থাকার জন্য এলার্জিযুক্ত খাবার পরিহার, ধুলাবালি থেকে দূরে থাকা, মাক্স ব্যবহার করা, ঠান্ডা খাবার এড়িয়ে চলা, কানে অবাঞ্চিত কাঠি দিয়ে খোঁচানো থেকে বিরত থাকার অনুরোধ জানান।