Tags: ঝালকাঠি, নিহত, সড়ক দুর্ঘটনা
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক’র নলছিটি উপজেলার দপদপিয়ার জোলাখালি খেয়াঘাট এলাকায় অজ্ঞাত বাসের চাপায় মমতাজ বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে।
১৩ মার্চ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাত একটি বাস বেপরোয়া গতিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় লোকজন জানায়। নিহত মমতাজ বেগম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামের মৃত রতন খানের স্ত্রী বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই এলাকাবাসী সড়কটি অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচার দাবিতে শ্লোগান দিতে থাকে। সড়ক অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌছে অবরোধ কারীদের বুঝিয়ে প্রায় এক ঘন্টা পর সড়ক থেকে সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা গেছে, দপদপিয়া জোলাখালি খেয়াঘাট এলাকায় সড়ক পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন বৃদ্ধা মমতাজ বেগম। এ সময় বেপরোয়া গতিতে ছুটে আসা একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই বৃদ্ধা ওই নারীর মৃত্যু হয়।
সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নিয়েছে। পরিবহনটি চিহ্নিত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।