ঝালকাঠির রাজাপুরে পুলিশ সুপার কাপ ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রাত আটটায় উপজেলা এএসপি সার্কেল কার্যালয়ের সামনে এ টুর্নামেন্টর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।
খেলায় রাজীব ওবায়েদ জুটি ২/১ সেটে ডিমনকে পরাজিত করে চ্যাম্পয়ন হবার গৌরব অর্জন করে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির, ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বদু, রাজাপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু ও রাজাপুর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান বাবু চন্দ্র শেখর হালদার।
এছাড়াও উপস্থিত ছিলেন- রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়, ঝালকাঠি সদর থানা ওসি খলিলুর রহমান, কাঠালিয়া থানা ওসি মো. মুরাদ আলী ও রাজাপুর ও কাঠালিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।
টুর্ণামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন রাজাপুর, কাঠালিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা।